বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লক্ষ্যে কাজ করে যেতে হবে—————- প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলানায়তনে সোমবার দুপুরে শিক্ষার সংস্কার বিষয়ে শিক্ষার্থীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ একথা বলেন। বক্তব্যের শুরুতে তিনি বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের সুচিকিৎসা ও আশু সুস্থতা কামনা করেন। তিনি বলেন, শহীদদের রক্তের বিনিময়ে আজ নতুন বাংলাদেশের সৃষ্টি হয়েছে। নতুন বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। ফ্যাসিস্টমুক্ত বৈষম্যবিরোধী বাংলাদেশে সাধারন মেহনতী জনগনের আশা আকাঙ্খার বাস্তবায়ন হবে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্যোশে বলেন, আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয় করে ইসলামী বিশ^বিদ্যালয়কে তাঁর কাঙ্খিত লক্ষ্যের দিকে এগিয়ে নেয়া হবে। তিনি আরো বলেন, তোমরা আমরা ভবিষ্যৎতে কাজ করবার পথকে সহজ করে দিয়েছ তোমাদের পেশকৃত একাডেমিক ও প্রশসানিক সংস্কারের ৪৬টি সুনিদ্দিষ্ট প্রস্তাবনার মাধ্যমে। মতবিনিময় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন থিওলজী এন্ড ইসলামীক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। মতবিনিময় সভায় সমন্বয়কদের পক্ষ থেকে একাডেমিক ও প্রশসানকি সংস্কারের ৪৬টি সুনিদ্দিষ্ট প্রস্তাবনা পেশ করা হয়। প্রস্তাবনাগুলো তুলে ধরেন ইসলামী বিশ^বিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এস এম সুইট। তিনি তাঁর বক্তব্যে বলেন অবিলম্বে এ সংস্কার প্রস্তাব বাস্তবায়নে কস্তৃপক্ষকে অনুরোধ জানান। প্রস্তাবে বলা হয় বিগত ফ্যাসিস্ট সরকারের হাত থেকে দেশ উদ্ধারের পর যেমন দেশ সংস্কার হচ্ছে ঠিক একইভাবে শিক্ষা ব্যবস্থা সংস্কার করতে হবে। প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য হলো ক্যাম্পাসে শিক্ষক-ছাত্ররাজনীতি বন্ধ করতে হবে, শিক্ষা কার্যক্রমে ও প্রশাসন পরিচালনায় লানির্ং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে হবে। প্রস্তাবে উল্লেখ্য কেন্দ্রীয় গ্রন্থাগার, আবাসন, হল, কয়েকটি প্রশাাসনিক অফিসকেও সংস্কারের আওতায় আনতে হবে। একই সাথে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে বিগত ১৬ বছরে হাসিনা সরকারের দ্বারা যতসব নিপীড়ন সংঘটতি হয়েছে সব ঘটার সঠিক তদন্তপূর্বক বিচার করতে হবে। মতবিনিময় সভায় বিশ^বিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্টবৃন্দ, নবনিযুক্ত পরিবহন প্রশাসক, ছ্ত্রা-উপদেষ্টা, আই আই ই আর এর পরিচালক, বিভাগীয় প্রধানবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, বিশ^বিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি পরিচালনা করেন শিক্ষার্থী সায়েম আহম্মেদ ও সাদিয়া মাহমুদ মীম। পরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব মোঃ আশরাফ। সংবাদ বিজ্ঞপ্তি
