ইবি প্রতিনিধি ||
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আগামী ১ বছরের জন্য প্রক্টরিয়াল বডিতে নতুন দুই শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রবিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা হচ্ছেন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাইরুল ইসলাম ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল বারী।
অফিস আদেশে বলা হয়, সহকারী প্রক্টর হিসেবে নিয়োগপ্রাপ্ত ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মো. ইয়ামিন মাসুমের মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তদস্থলে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম এবং ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক মিঠুন বৈরাগীর মেয়াদ ইতোমধ্যে শেষ হওয়ায় তদস্থলে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো আব্দুল বারীকে পরবর্তী এক বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে উপাচার্য নিয়োগদান করেছেন।