ভেড়ামারায় ইসলামী আন্দোলনের গনসমাবেশ, ইসলাম-দেশ-মানবতা যে দলের ভিতরে আছে, তাদের সাথে ঐক্য হবে ………অধ্যাপক মাহবুবুর রহমান

কুষ্টিয়া ভেড়ামারা সারাদেশ
মাসুদ করিম, ভেড়ামারা :
কুষ্টিয়ার ভেড়ামারায় বৈষম্য বিরোধী আন্দোলন গণহত্যায় জড়িতদের সুষ্ঠু বিচারের দাবী ও হতাহত পরিবার কে ক্ষতিপূরণের ব্যবস্হা করা সহ সকল দূর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের বিচার ও পাচারকৃত অর্থ ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা এবং নির্বাচন কমিশনের পূর্ণগঠন করাসহ পীর সাহেব চরমোনাই ঘোষিত ৭ দফা প্রস্তাবনা দাবিতে গতকাল রবিবার বিকেলে ভেড়ামারা বাসস্ট্যান্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশ ভেড়ামারা শাখা আয়োজিত বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে । সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য জননেতা অধ্যাপক মাহবুবুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের সহ-দপ্ত সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহমদ আলী। ভেড়ামারা পৌর শাখার সাধারন সম্পাদক আলহাজ্ব জিয়াউল ইসলাম সঞ্চয়’র এর সার্বিক তদারকি এবং উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ফজলুল হক’র সভাপতিত্বে অনুষ্ঠিত বিশাল গসসমাবেশে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা আলহাজ¦ শাহাবুদ্দীন বাবু, মুফতি আব্দুর রউফ প্রমুখ। অনুষ্ঠানে শত শত চরমোনাই পীর’র ভক্ত আশেকান ও ইসলামি আন্দোলন বাংলাদেশ এর ভেড়ামারা শাখার নেতাকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
শেয়ার করুন