ইবিতে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভিসি’র মতবিসিময় সভা অনুষ্ঠিত

ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের টি এস সি সি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে মঙ্গলবার দুপুরে থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের তিন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভাইস-চ্যান্সেলর এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাইন-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে শুরুতে ভাইস-চ্যান্সেলর ছাত্র-জনতার গণঅভ্যুথানে শহীদ সকল ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করেন। তিনি থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদভুক্ত তিন বিভাগের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের বিভিন্ন যৌক্তিক দাবী দাওয়াসমূহ মনোযোগ সহকারে শোনেন এবং স্বল্প সময়ের মধ্যে দাবীগুলো বাস্তবায়নের আশ^াস দেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে প্রতিষ্ঠিত স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার প্রেক্ষাপটের আলোকে ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সুন্দর সমন্বয় সাধনের ব্যাপারে ইবি নিয়ে তাঁর ভবিষ্যৎ কর্মপন্থার কথা বক্তব্যে তুলে ধরেন। মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন পরিবহন প্রশাসক প্রফেসর ড. এম ইয়াকুব আলী, আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ নাছির উদ্দিন মিঝি, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগে সভাপতি প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ এবং আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি প্রফেসর ড. আকতার হোসেন, প্রফেসর ড. আ খ ম ওয়ালি উল্লাহ, প্রফেসর ড. মুহাঃ আব্দুর রহমান আনওয়ারী, প্রফেসর ড. মোঃ ময়নুল হক, প্রফেসর ড. আ ব ম সাইফুল ইসলাম সিদ্দিকী, প্রফেসর ড. মোঃ ইদ্রিস আলী প্রমুখ। অনূষ্টানের শেষ দিকে ভাইন-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এর হাতে ক্রেস্ট তুলে দেন থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী। মতবিনিময় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রফেসর ড. মোঃ ইকবাল হোছাইন ও প্রফেসর ড. খান মুহাম্মদ ইলিয়াস। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আ ফ ম আকবর হোসাইন। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন