ইবি উপাচার্যের কেন্দ্রীয় গ্রন্থাগার ও শারীরিক শিক্ষা বিভাগ পরিদর্শন

ইবি কুষ্টিয়া
রানা আহম্মেদ অভি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় গ্রন্থাগার ও শারীরিক শিক্ষা বিভাগ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বুধবার (০৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় তিনি প্রথমে কেন্দ্রীয় গ্রন্থাগার পরিদর্শন করেন। পরে বেলা ১২টায় শারীরিক শিক্ষা বিভাগে পরিদর্শন করেন।
গ্রন্থাগার পরিদর্শনকালে তিনি গ্রন্থাগারের কার্যক্রম ও সুযোগ-সুবিধা পর্যালোচনা করেন। শারীরিক শিক্ষা বিভাগে পরিদর্শন কালে বিভাগটির কর্মকর্তাদের সাথে শারীরিক শিক্ষা, জিমনেসিয়াম ও খেলাধুলার উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় উপাচার্য সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের থেকে বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করেন।
শেয়ার করুন