শালিখায় বৈদ্যুতিক তার চুরির সময় আটক ২ জনকে থানায় সোপর্দ করেছে জনগন

সারাদেশ

হাবিব বিশ্বাস শালিখা ( মাগুরা): গতকাল মঙ্গলবার ভোর ৫টায় শালিখার শতখালী গ্রামের ইটভাটার মোড় থেকে মোহাম্মদ আলী (৪০)ও স্বপন (৪৮) নামে ২ চোর কে আটক করেছে স্হানীয় জনতা। স্হানীয় জনগণের জিজ্ঞাসার এক পর্যায়ে তাদের কাছে থাকা রিক্সাটাও চুরি করা হয়েছে বলে তারা জানায়,। তাদের স্বীকারোক্তি মতে মোহাম্মদ আলীর বাসা যশোর স্বপনের বাসা সৈয়দপুর,। পরে স্হানীয় জনতা ২ চোরকে শালিখা থানা পুলিশের কাছে সোপর্দ করে। দীর্ঘদিন ধরে শালিখা থানার বিভিন্ন এলাকায় মসজিদের মোটর, মাইকের ব্যাটারি, সাইকেল, সেচপাম্প, চুরি হয়ে যাচ্ছে। আড়পাড়া মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা গোলাম কবির জানান,চুরির পরিমানটা বৃদ্ধি পেয়েছে, জনশৃঙ্খলার জন্য পুলিশ টহল বেশি দরকার।

শেয়ার করুন