ইবিতে হামাসের প্রধান নেতা ইয়াহিয়া সিনওয়ার’র গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আজকের খবর ইবি
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র উপস্থিতিতে মুসলিম বিশ্বের অন্যতম নেতা ইয়াহিয়া সিনওয়ার-এর গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দীন খান জানাজার নামাজ পড়ান।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘‘বর্তমান সময়ে শুধু নামাজ পড়া, রোজা রাখা বা হজ্ব করার পাশাপাশি আমাদের ঈমানি দায়িত্ব ফিলিস্তিনিদের তাদের নিজ ভূমিতে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য সাহায্য করা। আমরা আজ বাংলাদেশ থেকে জানিয়ে দিতে চাই, আমরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি এবং থাকব।’’ এরপর তারা মুসলিম নেতার জন্য সর্বোচ্চ জান্নাতের দোয়া করেন।”
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট বলেন, ‘‘আমরা ১৫ বছরের জালিম শাসককে হটাতে পেরেছি ফিলিস্তিন থেকে শিক্ষা নিয়ে। ফিলিস্তিন আমাদের শিখিয়েছে, জালিমের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে যেতে এবং তার চোখে চোখ রেখে হুংকার দিতে। এই সাহস আমরা ফিলিস্তিন থেকে পেয়েছি।’’
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘‘যে লক্ষ্য নিয়ে ফিলিস্তিনের মুক্তিকামী জনতা যুদ্ধ করছে, তাদের প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা রয়েছে। আমাদের হৃদয়ের ঐক্য তাদের সঙ্গে আছে। আমরা ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পাশে আছি। শুধু ফিলিস্তিন নয়, গোটা বিশ্বের নির্যাতিত মানবতার পক্ষে আমাদের কাজ করে যেতে হবে। এটা আমাদের ঈমানি দায়িত্ব। আমরা যতটুকু পারি, ফিলিস্তিনের মুক্তিকামী জনগণের পাশে থাকব।’’
শেয়ার করুন