ইসলামী বিশ্ববিদ্যালয়ে ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনে সোমবার সকালে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগ পরিদর্শন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মনজুরুল হক,ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং(ইইই) বিভাগের সভাপতি ও প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান, প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. মোঃ নজিবুল হক, প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান, প্রফেসর ড. মোঃ শাহজাহান আলী, প্রফেসর ড. কে এম আব্দুস ছোবহান, প্রফেসর ড. মোঃ খলিলুর রহমান, প্রফেসর ড. মোঃ মনজারুল হক, প্রফেসর ড. মোঃ আব্দুল মোমিন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ জালাল উদ্দিন, প্রফেসর ড. মোঃ হুমায়ন কবীরসহ বিভাগের অন্যান্য শিক্ষক ও সহকারী প্রক্টর ও বিভাগের কর্মকর্তাবৃন্দ। এসময় বিভাগীয় সভাপতি ও প্রক্টর প্রফেসর ড. মোঃ শাহীনুজ্জামান বিভাগে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহকে ক্লাসরুমসমূহ, ল্যাবরুম, সেমিনার লইিব্রেরী, কমনরুমসহ বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখান। ভাইস-চ্যান্সেলর পরিদর্শনকালে বিভাগের শিক্ষার্থীদের সাথে শিক্ষা কার্যক্রম নিয়ে কথা বলেন এবং বিভাগের শিক্ষা প্রদানের গুনগত মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বর্তমান টেকনোলজির যুগের সাথে তাল মিলিয়ে বিভাগকে এগিয়ে নিয়ে যাবার জন্য সার্বিক সহযোগীতার আশ্বাস দেন। সংবাদ বিজ্ঞপ্তি
