ভর্তি না হওয়া শিক্ষার্থীদের পুনরায় ভর্তির সুযোগ দিলো ইবি

আজকের খবর ইবি কুষ্টিয়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি কার্যক্রমের সময়সীমা বৃদ্ধি করেছে কর্তৃপক্ষ। গুচ্ছভূক্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ইবিতে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে, কিন্তু চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারেনি তাদেরকে আগামী ২৩ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে ভর্তিচ্ছুদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তারা।

রোববার (২০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটেও এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বিভাগপ্রাপ্ত যেসব শিক্ষার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ১ম, ২য়, ৩য় ও ৪র্থ মেধা তালিকা থেকে প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করেছে তাদের গত ৭ থেকে ১০ অক্টোবর এবং ১৬ অক্টোবর চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশনা দেয়া হয়। এই সময়ের মধ্যে যারা ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে ব্যর্থ হয়েছে তাদেরকে আগামী ২১ থেকে ২৩ অক্টোবরের মধ্যে অফিস চলাকালীন সময়ে চূড়ান্ত ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। এই তিনদিন অফিস চলাকালীন অর্থাৎ সকাল ৯টা থেকে বিকাল চারটার মধ্যে সশরীরে উপস্থিত থেকে ভর্তি ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ ও আনুষাঙ্গিক ফি প্রদান করে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এদিকে ভর্তি শেষে আগামী ২ নভেম্বর থেকে নবীন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে বলে জানিয়েছে রেজিস্ট্রার দপ্তর। আর ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানা যাবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.iu.ac.bd/admission) থেকে।

শেয়ার করুন