মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আজকের খবর সারাদেশ

হাবিব বিশ্বাস মাগুরা থেকে।। মাগুরা জেলার শালিখা থানার সিংড়া বাজারে মাছ পরিবহন কাজে  নিয়োজিত নসিমন ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল রবিবার দুপুরে সিংড়া বাজারে তিলখলি নামক স্হানে মোটরসাইকেল  ড্রাইভার ইলিয়াস বিশ্বাস (৪০)  সড়ক দুর্ঘটনায় নিহত হয়,।নিহত ইলিয়াস বিশ্বাসের বাড়ি উপজেলার পিয়ারপুর  গ্রামে।তার   মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাগুরা জেলায় যত্রতত্র বাজারে নসিমন করিমন বেপরোয়া চলাচলের কারণে দুর্ঘটনার পরিমান বেড়েছে বলে মনে কারেন নাঘোসা গ্রামের সমাজ সেবক জাকির হোসেন মিনা।

শেয়ার করুন