ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের সভাপতির দায়িত্ব হস্তান্তরের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) সকাল ১১টার দিকে বিভাগের সভাপতি কার্যালয়ে নতুন সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
অনুষ্ঠানটি কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক তন্ময় সাহা জয়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিভাগটির সদ্য সাবেক সভাপতি ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. নজিবুল হক, অর্থনীতি বিভাগের সভাপতি কাজী মোস্তফা আরিফ, অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের প্রভাষক প্রভাষক উজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. রাশিদুজ্জামান বলেন, “আমাদের শিক্ষার্থীরাই বিভাগের ভবিষ্যৎ। আমি বিশ্বাস করি, প্রতিটি শিক্ষার্থীই অনেক সম্ভাবনা নিয়ে আসে। আমাদের লক্ষ্য হলো তাদের সেই সম্ভাবনাকে বিকশিত করার সুযোগ দেওয়া। আমি বিভাগের উন্নয়নের জন্য সবসময় কাজ করে যাবো। যেন শিক্ষার্থীরা যখন পড়াশোনা শেষ করবেন, তখন আত্মতৃপ্তি নিয়ে বের হতে পারেন এবং ভবিষ্যতে ভালো কিছু করতে পারেন।”
প্রসঙ্গত, অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক (১) মিনিটের নিরবতা পালন করা হয়। অনুষ্ঠানের সমাপ্তি ঘটে দোয়া মাহফিলের মাধ্যমে, যা পরিচালনা করেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল মালেক।