ইসলামী বিশ্ববিদ্যালয়ে রবিবার দুপুরে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের নতুন সভাপতির দায়িত্ব গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনূষ্ঠানে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিদায়ী সভাপতি প্রফেসর ড. মোঃ শরীফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ এমতাজ হোসেন। দায়িত্ব গ্রহন অনুষ্ঠানে নতুন সভাপতি হিসাবে অভিষিক্ত হন প্রফেসর ড. আব্দুর গফুর গাজী। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ ব ম ছিদ্দিুকুর রহমান আশ্রাফীসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর, ছাত্র-উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষকবৃন্দ। সংবাদ বিজ্ঞপ্তি