দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরের কল্যাণপুর হাই স্কুল মাঠে সোমবার বিকেলে বিএনপির আয়োজিত স্বেচ্ছাসেবক দলের যুগ্ন সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ এর প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক বিশাল স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবক দলের সাবেক সেক্রেটারি শিক্ষক লাবলুল হকের সভাপতিত্বে এ স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি দৌলতপুর থানা বিএনপির সভাপতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন থানা বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন,জহুরুল করিম বিশ্বাস,বিএনপি নেতা সাবেক মেম্বার মো: আমজাদ হোসেন, সরকারি অধ্যাপক হাসানুজ্জামান বাবলু, মাহবুবুর রহমান। এছাড়াও এতে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
