ইসলামী বিশ্ববিদ্যালয়ে বুধবার বিশ^বিদ্যালয়ের লেক সংলগ্ন বোটানিক্যাল গার্ডেন এলাকায় জুলাই-আগষ্ট এর বিপ্লবের স্মৃতি সংরক্ষনের জন্য জুলাই উদ্যান-২০২৪ এর উদ্বোধন করে একটি গাছের চারা লাগান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ তাঁর বক্তব্যে বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা মুক্ত ভাবে চলতে পারতাম না তাই এই বিপ্লবের চেতনাকে আমাদের ধারন ও লালন করতে হবে। তিনি আরো বলেন, আমরা আর পিছনের দিকে ফিরে যাবো না। আগামী দিনের বাংলাদেশ হবে বৈষম্যবিরোধী ন্যায্য অধিকার আদায়ের বাংলাদেশ। এছাড়া এই উদ্যানটি আগামী দিনের প্রজন্মের কাছে জুলাই বিপ্লবের স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেবে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, প্রভোস্ট, প্রক্টর, ছাত্র-উপদেষ্ঠা, বিভাগীয় প্রধান, অফিস প্রধানবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সাধারন শিক্ষার্থীবৃন্দ। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদের রুহের মাগফিরাত ও আহতদের দ্রæত সুস্থতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন প্রফেসর ড. মোঃ রহিম উল্যাহ। সংবাদ বিজ্ঞপ্তি
