ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল |

আজকের খবর দৌলতপুর

দৌলতপুর (কুষ্টিয়া) কুষ্টিয়ার দৌলতপুরের খলিসাকুন্ডির ঝুঁকিপূর্ণ ব্রীজ দিয়ে ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছে হাজারো জানা গেছে, খলিসাকুন্ডি ইউনিয়নের খলিসাকুন্ডি কলেজ সংলগ্ন মাথাভাঙা নদীর উপর নির্মিত ব্রিজটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে।ব্রিজটির দুই পাশে রেলিংয়ে ফাটল ও সেতুর মাঝে একাধিক জায়গায় ভেঙ্গে বসে গেছে।এতে করে চলাচলের প্রায় অনুপোযোগি হয়ে পড়েছে ব্রিজটি।যে কোন সময় ভেঙে পড়ে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।স্থানীয়রা জানান,সেতু দিয়ে বৃদ্ধ ও শিশুদের মারাত্বক ঝুঁকি নিয়ে পারাপার হতে হয়। সেতু দিয়ে পারাপারের সময় অনেকে দুর্ঘাটনার শিকার হয়েছে। স্কুল-কলেজে ছেলে-মেয়েদের পাঠিয়ে দুশ্চিন্তায় থাকতে হয় তাদের। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী ব্রীজটি নতুন নির্মানের। দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে।ব্রিজটি যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।স্হানীয়রা জানায়, খলিসাকুন্ডি ইউনিয়ন থেকে দৌলতপুরে যাওয়া হয় এই ব্রীজটি ওপর দিয়ে,এছাড়াও খলিসাকুন্ডি ইউনিয়নের আরো পাঁচ থেকে ছয়টি ওয়ার্ডের জনসাধারনের ইউনিয়ন পরিষদে আসা- যাওয়ার একমাত্র রাস্তা এটি। ঝুকিপূর্ণ সেতুটি দিয়ে চলাচলের সময় ভয়ে থাকতে হয় সবাইকে। এলাকাবাসী কোন আশ্বাস নয়, দ্রুত সময়ে নতুন ব্রিজ নির্মাণের দাবি জানান।দৌলতপুর উপজেলা সহকারী প্রকৌশলী মো.শামিম আলম জানান, উপজেলা ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ কাজে সম্ভবতা যাচাই ও ডিটেইলস ডিজাইন প্রণয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ফিজিবিলিটি স্টাডি করে ইতিমধ্যেই তথ্য পাঠানো হয়েছে।আশা করা যাচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে দ্রুত সময়ের মধ্যে ব্রিজটি র্নিমাণ করা সম্ভব হবে।

শেয়ার করুন