দৌলতপুরে স্টিয়ারিং গাড়ি এর ধাক্কায় একজনের মৃত্যু আহত ৫।

আজকের খবর দৌলতপুর

দৌলতপুর (কুষ্টিয়া)প্রতিনিধি: দৌলতপুরে ব্যাটারী চালীত পাখিভ্যান ও শ্যালো ইঞ্জিন চালিতো
স্টিয়ারিং গাড়ির মুখোমুখি সংঘর্ষে বেগুনা খাতুন (৭০)নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বেগুনা খাতুন
উপজেলার গরুরা মিস্ত্রীপাড়ার আবুল হোসেনের স্ত্রী। এছাড়া পাখি ভ্যানে থাকা চালক সহ আরো
৫ জন আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে আসেন তারা। ঘটনাটি মঙ্গলবার দুপুর ২
টার দিকে প্রাগপুর পশ্চিমপাড়া ফুটবল মাঠের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ভ্যানের যাত্রি বৃদ্ধা
ছানুয়ারা বলেন, আমরা প্রায়ই মরিচ ক্ষেতে মরিচ তোলার কাজে যায়, যা আমাদের সংসার চালাতে
সাহায্য করে। মরিচ তোলা শেষে পাখি ভ্যানে পাঁচজন বাড়ি ফিরছিলাম প্রাগপুর পশ্চিম পাড়া ফুটবল
মাঠের কাছে ভ্যানটি পৌছালে বিপরিত দিক থেকে আশা শ্যালো ইঞ্জিন চালিত স্টিয়ারিং গাড়ির
মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ঘটনায় ভ্যানচালক সহ আমরা পাঁচজন যাত্রী আহত হয়।
এরমধ্যে বেগুনা খাতুন নামে এই মহিলাটি  মারাত্মক যখম হয়, এলাকাবাসী উদ্ধার করে বেগুনা
খাতুনকে রাজশাহী মেডিকেলে পাঠালে রাত ১০টার দিকে মৃত্য হয়। এদিকে আদাবাড়ীয়া ইউনিয়ন
পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য মুক্তারুজ্জান মুন্টু বলেন, মাঠে মরিচ তুলে পাখিভ্যানে বাড়ী
ফেরার সময় প্রাগপুর পশ্চিম পাড়ায় ফুটবল মাঠের কাছে স্টিয়ারিংয়ের ধাক্কায় ভ্যান চালক সহ
সব যাত্রি আহত হয় এরমধ্যে বেগুনা খাতুন নামে বৃদ্ধা মারাত্বক আহত হলে স্থানীয়রা উদ্ধার
করে রাজশাহী মেডিকেলে পাঠালে রাত দশটার দিকে সে মারাগেছে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের
করা হয়েছে।

শেয়ার করুন