শহিদ নুর হোসেন দিবস উপলক্ষ্যে ও পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বিচারের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। ‘সাঈদ নুর আসাদ ভাই, ফ্যাসিবাদের রক্ষা নাই’ স্লোগানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলা শাখা এ বিক্ষোভ মিছিল বের করে।
আজ রবিবার বিকাল সাড়ে তিনটায় জেলা শহরের স্বাধীনতা চত্বরে সংলগ্ন কেন্দ্রীয় শহিদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের হয়।
এসময় ‘আমার সোনার বাংলায়-ফ্যাসিবাদের ঠাঁই নাই’, ‘স্বৈরাচারী হাসিনা-লজ্জায় বাচিনা, ‘ছাত্র-জনতার ঝিনেদায়-স্বৈরাচারের ঠাঁই নাই’ সহ স্বৈরাচার বিরোধী স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঝিনাইদহ জেলার শাখার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সমাবেশে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি করে গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগের বিচার দাবি করে বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের আমলে নুর হোসেনকে শহিদ করা হয়েছিল। ২৪ এর স্বৈরাচার শাসক শেখ হাসিনা শত শত ছাত্র জনতাকে শহিদ করেছে। এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ দেয়া হবে না।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহ জেলার সমন্বয়ক আবু হুরায়রা, রত্না খাতুন, হাদিউজ্জামান হাদি, শারমিন আক্তার সহ কয়েকশ’ শিক্ষার্থী।