আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে র্যালি অনুষ্ঠিত হয়েছে। হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের আয়োজনে আজ রবিবার বেলা পৌনে বারোটার দিকে ব্যবসায় প্রশাসন অনুষদ ভবন চত্বর থেকে এ র্যালি শুরু হয়।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর নেতৃত্বে র্যালিতে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. শেলীনা নাসরীন, বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, প্রফেসর ড. মোঃ মিজানূর রহমান, প্রফেসর ড. মোঃ আবু সিনাসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। #সংবাদ বিজ্ঞপ্তি