জ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের শিক্ষকদের সাথে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষদের ডিন প্রফেসর মোছাঃ কামরুন্নাহারের সভাপতিত্বে পরমাণু বিজ্ঞানী ড. এম. এ. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবনের ২২৮ নং কক্ষে আজ রবিবার দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গণিত বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ সজীব আলী, পরিসংখ্যান বিভাগের সভাপতি মোঃ তহিদুর রহমান, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগের সভাপতি বিপুল রায়, প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এবং প্রফেসর মোঃ মিজানুর রহমান। সঞ্চালনায় ছিলেন গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ নূরুল ইসলাম।
বক্তাগণ শিক্ষক ও শ্রেণীকক্ষ সংকট, গবেষণাগারের প্রয়োজনীয় সরঞ্জাম এবং লোকবল সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। ভাইস চ্যান্সেলর মনোযোগ দিয়ে তাঁদের কথা শোনেন এবং জানান, প্রায়োরিটি বেসিসে সমস্যাসমূহ সমাধানের চেষ্টা করা হবে।