তিনি আরও বলেন, আপনাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা পরিবেশ দূষণকারী হব না। কাগজের টুকরো যেখানে-সেখানে ফেলবো না। বাংলাদেশের অনেক ক্যাম্পাস আছে যে ক্যাম্পাসকে বলা হয় ডাস্টবিন। কিন্তু সেটা আমাদের জন্য উদাহরণ না। আমাদের ক্যাম্পাসকে আমরা ডাস্টবিনে পরিণত করব না। নিজেরা ময়লা ফেলবো না, কাউকে ময়লা ফেলতে দেব না। ক্যাম্পাসের দোকানদার এবং দোকান মালিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের দোকানের সামনে পরিষ্কার রাখবেন। একাডেমিক ভবন এবং প্রশাসন ভবন চত্বর পরিষ্কার রাখার আহŸান জানিয়ে তিনি বলেন, কাগজের টুকরা যেন এই বিশ্ববিদ্যালয়ে না থাকে। এটা কোন ঘোষণা না, এটি প্রতিজ্ঞা। ময়লামুক্ত ক্যাম্পাস গড়বো, সুন্দর জীবন গড়বো, সুন্দর শিক্ষার পরিবেশ গড়বো। এই হোক আমাদের প্রতিজ্ঞা। ‘গ্রিন ক্যাম্পাস ডে’ পালনে সার্বিক সহযোগিতার জন্য ভাইস চ্যান্সেলর তত্ত¡াবধায়ক প্রকৌশলী (সিভিল) মোঃ আলিমুজ্জামান (টুটুল) এবং তাঁর পরিচালিত গ্রীন আর্কিটেক্টকে ধন্যবাদ জানান।
‘গ্রিন ক্যাম্পাস ডে’ উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ১১ টায় ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে থেকে র্যালি অনুষ্ঠিত হয়। বিভিন্ন পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন। র্যালি অনুষ্ঠানের সময় এবং র্যালিশেষে ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্নকরণ ও সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।#সংবাদ বিজ্ঞপ্তি