ভেড়ামারায় বাক প্রতিবন্ধী কিশোরী কে তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণের অভিযোগ

আজকের খবর ভেড়ামারা
মাসুদ করিম ভেড়ামারা ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় এক বাক প্রতিবন্ধী কিশোরী কে জোর পূর্বক তুলে নিয়ে গিয়ে রাতভর ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। ভোর রাতে ওই কুলাঙ্গাররা মেয়েটিকে ভোররাতে রেলষ্টেশনের পাশে ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। এ বিষয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে ওই কিশোরীর পরিবার।
অভিযোগ সূত্র জানায়, ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পার্শ্ববর্তী এলাকায় একটি বাড়িতে অনুষ্ঠান হচ্ছিল। সেখান থেকে ফেরার পথে শনিবার সন্ধ্যার পূর্বে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন রোড হতে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি মোটরসাইকেল থামিয়ে মমতাজ খাতুন (ছদ্মনাম) নামের বাকপ্রতিবন্ধী কিশোরীকে জোর পূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ খবর করেও ওই কিশোরীর সন্ধান মেলাতে পারেনি। পরে ভোর রাতে ভেড়ামারা রেল স্টেশন সংলগ্ন স্থান থেকে উদ্ধার করা হয়। ধারনা করা হচ্ছে, কোন অজ্ঞাত স্থানে ওই কিশোরীকে রাতভর ধর্ষন শেষে, ষ্টেশন সংলগ্ন এলাকায় তাকে ফেলে রেখে যায় ওই কুলাঙ্গররা। সেখান থেকে স্থানীয়রা উদ্ধার করে তাকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ওই কিশোরীর পিতা শুকুর আলী বাদী হয়ে ভেড়ামারা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছে।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ শেখ শহীদুল ইসলাম জানিয়েছেন, এক কিশোরী কে উঠিয়ে নেওয়া এবং সকালে রাস্তায় ফেলে রেখে যাওয়ার ঘটনাটি দুঃখজনক। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থার পাশাপাশি আসামী শনাক্তকরনের কাজ শুরু করেছে পুলিশ।
শেয়ার করুন