কুষ্টিয়া  হাজী মফিজ উদ্দিন নূরানী  মাদ্রাসা ও জামে মসজিদে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

আজকের খবর কুষ্টিয়া সদর
কুষ্টিয়া কালিশংকরপুর ইসলামপুর হাজী মফিজ উদ্দিন নূরানী বহুমুখী মাদ্রাসা ও শাহী জামে মসজিদে ২০২৫-২৬ এ নবগঠিত ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির  ১. সভাপতি : আলহাজ্ব হায়দার মোল্লা ২. সিনিয়র সহ সভাপতি : মোঃ শাহজাহান আলী মালিথা ৩. সহসভাপতি : মোঃ আশরাফুল হক (বিশ্বাস) ৪. সহ-সভাপতি : মোঃ তৌহিদুল হক হিটু ৫. সহসভাপতি : মোঃ মুক্তার হোসেন মালিথা ৬. সাধারণ সম্পাদক : মোঃ ইয়ারুল ইসলাম ৭. সহ-সাধারণ সম্পাদক : মোঃ আতিয়ার রহমান ৮. সহ- সাধারণ সম্পাদক : আবু বকর মানু ৯. কোষাধ্যক্ষ : মহব্বত আলী ১০. হিসাব নিরীক্ষক : মাদ্রাসার মুহতামীম ( পদাধীকার বলে ) ১১. দপ্তর ও প্রচার সম্পাদক : আব্দুল লতিফ বিশ্বাস।
সদস্যবৃন্দ হচ্ছে  আব্দুর রাজ্জাক লেবু, আব্দুর রশিদ, . রিজু আহম্মেদ রিন্টু,  সভাপতি মসজিদ কমিটি ( পদাধীকার বলে ), সেক্রেটারী মসজিদ কমিটি ( পদাধীকার বলে ), এ কে এম পিয়ারুল ইসলাম, মোঃ আদম আলী, হাবিব আহমেদ, মোঃ মুকুল বিশ্বাস, মোঃ আশরাফ বিশ্বাস, মঈনুল ইসলাম বাবু ও মোঃ জামিল রহমান।
সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গুলির সাব কমিটি হচ্ছে  অনুদান ও চাঁদা কালেকশন সংক্রান্ত সাব কমিটি আহবায়ক  আব্দুর রাজ্জাক লেবু ও  সদস্য সচিব শামীম রেজা।
সদস্য  হচ্ছে  পিয়াশ, মোঃ পলাশ,  শোভন, মোঃ সোহাগ, মোঃ মাসুদ শেখ, মো: নজরুল ইসলাম, মোঃ ইয়াকুব আলী।  এছাড়া সাব কমিটি সামাজিক উন্নয়ন ও পরিষ্কার পরিচ্ছন্ন সংক্রান্ত সাব কমিটি আহবায়ক আবুবকর মানু ও সদস্য সচিব আকিল।  সদস্য হচ্ছে
মিন্টু, মো: বাবু, মোঃ নজরুল ইসলাম, মোঃ সবুর, সোনা বিশ্বাস, মোঃ সাজু আহমেদ, আব্দুর রহিম।
সাব কমিটি কমিটি মাহফিল ও ছাত্র কালেকশন সংক্রান্ত সাব কমিটির আহ্বায়ক  হচ্ছে  ইসলাম বাবু ও সদস্য সচিব  মোঃ আবেদ আলী,  সদস্য হচ্ছে সাজ্জাদ বিদ্যুৎ,  মোঃ ওহাব আলী মালিথা,  মোঃ সবুজ, মোঃ মনিরুল ইসলাম দারা, মোঃ মতিয়ার রহমান,  মোঃ লিপু।  ১১  সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ নিম্নরূপ:- উপদেষ্টা মন্ডলী, . হাজী মোঃ আবুল বাশার ( হাজী মফিজ উদ্দিন এর ওয়ারিশ),  অধ্যাপক আব্দুল হান্নান, অধ্যাপক আব্দুল মালেক,  অধ্যক্ষ আফসার উদ্দিন বালিকা মাদ্রাসা । ( পদাধীকার বলে ), মুহতামীম ফজলুল উলুম কওমী মাদ্রাসা কোটপাড়া । ( পদাধীকার বলে )  মুহতামীম হাজী শরিয়ত উল্লাহ মাদ্রাসা। ( পদাধীকার বলে ) মুহতামীম হাজী মফিজ উদ্দিন নূরানী বহুমুখী মাদ্রাসা। ( পদাধীকার বলে )  ০৭ নং ওয়ার্ড কাউন্সিলর ( পদধিকার বলে ),  মোঃ ইউনুস আলী, মোঃ সবুর আলী ও মোঃ গোলাম সরোয়ার মালিথা। সংবাদ বিজ্ঞপ্তি
শেয়ার করুন