রানা আহম্মেদ অভি, ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষার্থীবান্ধব পরিবেশ ও স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ১৯ দফা দাবি পেশ করেছে। শনিবার (১৬ নভেম্বর) দুপুর ২টায় উপাচার্য বরাবর এ দাবিসমূহ উত্থাপন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ।
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল আশা করে, ইবি উপাচার্য, ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ছাত্রদলের এ দাবিসমূহ পূরণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন এবং শিক্ষার জন্য একটি নিরাপদ, অংশগ্রহণমূলক ও সহনশীল পরিবেশ নিশ্চিত করবেন।
ছাত্রদল মনে করে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক ও জবাবদিহিতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব।
ছাত্রদলের উত্থাপিত ১৯ দফা দাবিগুলো, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা জোরদার ও বহিরাগত প্রবেশ নিষিদ্ধ; আবাসিক হলে খাবারের মানোন্নয়নে ডাইনিংয়ে ভর্তুকি বৃদ্ধি; অতিরিক্ত ফি বাতিল ও শিক্ষার্থীবান্ধব ফি কাঠামো নিশ্চিত; বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য ও ধর্মীয় মূল্যবোধ বাস্তবায়ন; পরীক্ষা নিয়ন্ত্রক অফিসে জবাবদিহিতা নিশ্চিত; ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান ও সাংস্কৃতিক কার্যক্রমে স্বাধীনতা প্রদান; বিগত স্বৈরাচারী দোসরদের চিহ্নিতকরণ ও ব্যবস্থা গ্রহণ; ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন; র্যাগিং মুক্ত ক্যাম্পাস নিশ্চিত; সেশনজট নিরসন; মাদকমুক্ত ক্যাম্পাস; আবাসিক হল ও ক্যাম্পাসে সিসিটিভি স্থাপন; পর্যাপ্ত লাইটিং ব্যবস্থা; আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত; মেধার ভিত্তিতে সিট বরাদ্দ ও দ্রুতগতির ইন্টারনেট; শ্রেণিকক্ষ সংকট নিরসন ও লাইব্রেরির পরিবেশ উন্নয়ন; ফিটনেসবিহীন পরিবহন নিষিদ্ধ; জিয়া স্মৃতি কমপ্লেক্স নির্মাণ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় জিয়ার নাম অন্তর্ভুক্তকরণ।
এ বিষয়ে ইবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “আমাদের দাবিগুলো মূলত সাধারণ শিক্ষার্থীদের কল্যাণের উদ্দেশ্যে। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন এসব দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন করে। আমাদের প্রত্যাশা, প্রশাসন এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবে।”