মাসুদ করিম ভেড়ামারা কুষ্টিয়া সংবাদদাতা ঃ
কুষ্টিয়ার ভেড়ামারায় মেহেদী হাসান রাসেল নামের এক ভুয়া নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারকে আটক করেছে কুষ্টিয়া সিভিল সার্জন। পরে তাকে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে হাজির করা হলে ২০ হাজার টাকা জরিমানা ও তিন মাসের জেল দেয ভ্রাম্যমাণ আদালত। গত বৃহস্পতিবার দুপুরে এ ঘটনাটি ঘটেছে ভেড়ামারা নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ভেড়ামারা কোচষ্টান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক সেন্টারে একজন নিউরোমেডিসিন বিশেষজ্ঞ পরিচয় দিয়ে এক প্রতারক, চিকিৎসার নামে অপ চিকিৎসা দিয়ে মানুষ কে ক্ষতিগ্রস্ত করছে এমন অভিযোগের ভিত্তিতে, বৃহস্পতিবার দুপুরে ১ টার দিকে কুষ্টিয়া সিভিল সার্জন ডাঃ আকুল উদ্দিন অভিযান চালান। এ সময় তিনি প্রতিষ্ঠানে ভুয়া ঐ চিকিৎসককে দেখতে পান। কথার ছলে প্রমাণ হয় যে তিনি, ভুয়া ডাক্তার। ম্যাটস থেকে পাশ করে নিজেকে এম বি বি এস, নিউরো মেডিসিন চিকিৎসক বলে প্রচার করতে থাকেন। আসলে তার কোন ডিগ্রি নেই। পরে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার ও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলামের আদালতে হাজির করা হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে চিকিৎসক মেহেদী হাসান রাসেল সব স্বীকার করে নিয়ে জানাই, তার কোন সার্টিফিকেট নেই । পরে তাকে ২০ হাজার টাকা জরিমানা এবং তিন মাসের বিনাশ্রম কারা দন্ডে দন্ডিত করা হয়।
কুষ্টিয়া সিভিল সার্জন ডাক্তার আকুল উদ্দিন জানিয়েছেন, মেহেদী হাসান রাসেল মূলত কোন চিকিৎসকেই নয়। তিনি মেহেদী হুসাইন নামের একজন ডাক্তারের বিএমডিসি নাম্বার ব্যবহার করছিলেন। নিজেকে পরিচয় দিচ্ছিলেন এমবিবিএস (রাজশাহী), সিসিডি বারডেম, ডিএমপি ( সিঙ্গাপুর), পিএইডি, ডেনমার্ক ( নিউরো মেডিসিন) । বিএমডিসি নাম্বার এ- ৮৬৫০১।
স্থানীয় অনেকেই অনেক ভুক্তভোগী অভিযোগ করেছেন, নিরাময় ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর মালিকপক্ষের সহযোগিতায় দীর্ঘদিন ধরে এই ভুয়া চিকিৎসক, চিকিৎসার নামে অপ চিকিৎসা দিয়ে কোটি কোটি টাকা হাতে নিয়ে মানুষ কে ক্ষতিগ্রস্ত করেছে।