মাসুদ করিম ভেড়ামারা কুষ্টিয়া সংবাদদাতা ঃ
ভেড়ামারা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম মহোদয়কে ফুলেল শুভেচ্ছা এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে মতবিনিময় সভা ও ৫১তম গ্রীষ্মকালীন ক্রিড়া প্রতিযোগিতা ২০২৪ পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল সকাল ১১ টায় ভেড়ামারা উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভেড়ামারা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হক, হাজী আফছার উদ্দিন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক মজিবুর রহমান, পশ্চিম বাহিরচর ১২ মাইল দাখিল মাদ্রাসার সুপার মাসুদ করিম, হাজী ওয়াজেদ আলী মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক আব্দুল হাই সিদ্দিকী,বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক৷ সালাউদ্দিন আহমেদ , ধরমপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক গোলাম মোস্তফা প্রমুখ।আলোচনা শেষে বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।