ইসলামী বিশ্ববিদ্যালয়ে ‘কর্মস্থলে নৈতিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও শৃঙ্খলা বিধানে করণীয়’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ডিসেম্বর) সকাল ১০ টায় প্রশাসন ভবনের ৩য় তলায় কনফারেন্স রুমে এ কর্মশালা শুরু হয়। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডিন’স কমিটির সভাপতি ও থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর সভাপতিত্বে সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন পদ্মা ব্যাংক লি. ঢাকা এর সাবেক এসইভিপি, সিএইচআরও, সিসিও এম আহসান উল্লাহ খান।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, অফিস বা কর্মস্থল একজন মানুষের পরিচিতির উৎস। একজন মানুষ সমাজে নিজেকে তুলে ধরতে পারেন, এই পৃথিবীতে বিকাশ লাভ করে পরিচিতি লাভ করেন তার কর্মস্থলের মাধ্যমে। তিনি বলেন, নৈতিকতা এবং শৃঙ্খলা না থাকলে মানুষ অমানুষ হয়ে যায়। একজন মানুষ তার পরিচয় হারিয়ে অমানুষ হয়ে যায় এই দুটি কারণে। তিনি নৈতিকতার সঙ্গে এবং আইনের মধ্য থেকে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহŸান জানান। ভাইস চ্যান্সেলর উপস্থিত শিক্ষক-কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনি ইসলামী বিশ্ববিদ্যালয়ে কাজ করলে আল্টিমেটলি কাজটি যাবে জাতির কল্যাণে। আপনার রুটি-রুজি যার সাথে জড়িত আপনি যদি কাজ না করেন তাহলে তার সাথে আপনি প্রতারণা করছেন। এটি অনৈতিক।
প্রধান অতিথির বক্তব্য প্রদানের পূর্বে ভাইস চ্যান্সেলর কনফারেন্স রুমে স্থাপিত ইন্টারেক্টিভ স্মার্ট ডিসপ্লে বোর্ড এর উদ্বোধন করেন। প্রভোস্টবৃন্দ, অফিস প্রধানগণ এবং সিনিয়র কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনায় ছিলেন উপ-রেজিস্ট্রার (শিক্ষা) গোলাম মওলা। #সংবাদ বিজ্ঞপ্তি