‘শহীদ ওসামা-সাব্বির স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট’ উদ্বোধন করলেন ইবি ভাইস চ্যান্সেলর

আজকের খবর ইবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্রিকেট মাঠে ‘শহীদ ওসামা-সাব্বির স্মৃতি শর্টপিচ নাইট ক্রিকেট টুর্ণামেন্ট’ শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বুধবার এ টুর্নামেন্টের উদ্বোধন করেছেন। এসময় আইআইইআর-এর পরিচালক প্রফেসর ড. ইকবাল হোছাইন, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আবুল কালাম আজাদ, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. ওবায়দুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস. এম. সুইট সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, বিভিন্ন গ্রুপে মোট ৩২ টি দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। #সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন