ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবরে (ইবি লেকে) মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ রবিবার দুপুরে মাছের পোনা অবমুক্ত করেন। এস্টেট প্রধান মোহাঃ আলাউদ্দিন সহ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ভাইস চ্যান্সেলর গত ০২ ডিসেম্বর প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবর পরিষ্কার-পরিচ্ছন্নকরণ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে ভাইস চ্যান্সেলর জানান, প্রস্তাবিত শহীদ মুগ্ধ সরোবর পরিষ্কার-পরিচ্ছন্ন করার পর সেখানে মাছের পোনা ছাড়া হবে এবং সরোবরের পাশে শহীদ মুগ্ধের একটি প্রতিকৃতি স্থাপন করা হবে। এভাবে সরোবরটিকে দর্শনীয় স্থানে পরিণত করা হবে। #সংবাদ বিজ্ঞপ্তি