4

দুইদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞানমেলা-২০২৪ এর উদ্বোধন করেছেন ইবি ভাইস চ্যান্সেলর

আজকের খবর ইবি

কুষ্টিয়ায় দুইদিনব্যাপী আন্তঃবিদ্যালয় বিজ্ঞানমেলা-২০২৪ এর উদ্বোধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। সাহিত্যিক মীর মশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে রবিবার বেলা ১১ টার দিকে শুরু এ উদ্বোধনী অনুষ্ঠানে ভাইস চ্যান্সেলর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মেলার উদ্বোধন করেন।

অধিকারভিত্তিক উন্নয়ন সংস্থা ফেয়ার-এর আয়োজনে এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর সহযোগিতায় আয়োজিত এ বিজ্ঞানমেলায় কুষ্টিয়ার ৩০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৩০টি বিজ্ঞান ক্লাব অংশ নিয়েছে।

ফেয়ার-এর ভাইস চেয়ারম্যান তাজনিহার বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রফেসর ড. সরওয়ার মুর্শেদ রতন, কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুল লতিফ শেখ, কুষ্টিয়া জেলা শিক্ষা কর্মকর্তা মুন্সী কামরুজ্জামান, কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান, বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী, হরিনারায়নপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আ: জলিল খান প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ভাইস চ্যান্সেলর মেলার স্টলগুলো ঘুরে-ঘুরে দেখেন।

মেলায় স্পন্সর হিসেবে সহযোগিতা করছে একে আজাদ এন্ড কোঃ (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট), উইনসাম মোড লিঃ এবং আগামী প্রকাশনী। মেলা চলাকালে শোভাযাত্রা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা, সেমিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। মেলায় বøাড গ্রুপিং এ সহযোগিতা করছে সংকল্প যুব সংগঠন এবং বিতর্ক প্রতিযোগিতা পরিচালনায় সহযোগিতা প্রদান করছে কুষ্টিয়া ডিবেটিং সোসাইটি। #সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন