অস্বচ্ছল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন সমাজসেবক সিহাব উদ্দিন

আজকের খবর কুষ্টিয়া সদর

নিজস্ব প্রতিনিধি কুষ্টিয়া শহরের চৌড়হাস কলোনিতে অস্বচ্ছল ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন বিশিষ্ট সমাজ সেবক ও এসবি সুপার ডিলাক্সের স্বত্ত্বাধিকারী, বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সভাপতি সিহাব উদ্দিন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সন্ধ্যার পর শীতবস্ত্র বিতরণ কালে সিহাব উদ্দিন বলেন, শীত মৌসুমে অস্বচ্ছল পরিবারগুলো শীতে কষ্টে থাকে। তাদের পরিবারের শিশু কিশোররা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে দুর্ভোগের শিকার হয়। সমাজের বিত্তবানদের এই অস্বচ্ছল মানুষদের সহযোগীতায় এগিয়ে আসা উচিৎ বলে তিনি মনে করেন। শীতবস্ত্র বিতরণের শুরুতে কোরআন তেলাওয়াত করা হয়। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। অতীতের ন্যায় এবছরেও কুষ্টিয়া সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও শহরের বিভিন্ন ওয়ার্ডে শীতবস্ত্র বিতরণ করেন সমাজ সেবক এই সিহাব উদ্দিন।

শেয়ার করুন