রেনউইক বাঁধে কুষ্টিয়া পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ

আজকের খবর কুষ্টিয়া সদর রাজনীতি সারাদেশ

আজ সকাল সাড়ে ১০ টায় রেনউইক বাঁধে কুষ্টিয়া পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন । জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু। এ সময় জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন