আজ সকাল সাড়ে ১০ টায় রেনউইক বাঁধে কুষ্টিয়া পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া-৩ সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিন । জেলা বিএনপির আহবায়ক কুতুবউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে কর্মী সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এ কে বিশ্বাস বাবু। এ সময় জেলার বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
