নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া হাই স্কুল ও চৌড়হাস মুকুল সংঘ্য মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতনের এ্যাডহক কমুটির সভাপতি মননিত হবার পর আজ সকালে আকষ্মিক পরিদর্শন করেন এ্যাড. শামিম উল হাসান অপু।
সোমবার সকালে কুষ্টিয়া হাই স্কুলে আকষ্মিক পরিদর্শন কালে এ্যাড. অপু সকল ক্লাসে গিয়ে শিক্ষার্থীদের কাছে পড়াশোনার খোজ খবর নেন। এছাড়াও প্রধান শিক্ষিকার সাথে স্কুলের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন।
একই দিনে দুপুরে চৌড়হাস মুকুল সংঘ্য মাধ্যমিক বালিকা বিদ্যানিকেতন স্কুলেও পরিদর্শনে যান তিনি।
এসময় স্কুলের শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক বিষয়ে খোজ খবর নেন।