ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলগুলোর ডাইনিংয়ে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংগঠন কনজুমার ইয়ুথ বাংলাদেশ। শুক্রবার (১৭ জানুয়ারি) রাত ৯টার দিকে ইবি শাখার সদস্যদের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
সংগঠনটির ইবি শাখার সভাপতি ত্বকি ওয়াসিফের নেতৃত্বে শেখ রাসেল হল, শহীদ জিয়াউর রহমান হল এবং সাদ্দাম হোসেন হলে অভিযানটি পরিচালিত হয়।
সংগঠনটির সভাপতি ত্বকি ওয়াসিফ বলেন বলেন, “সিওয়াইবি অভিযানের মূল উদ্দেশ্য ডাইনিংগুলোর খাদ্যের মান উন্নতি, পরিষ্কার-পরিচ্ছন্নতা পরিবেশের উন্নতি এবং সার্বিক ব্যবস্থাপনার মান তদারকি করা। আমরা এসব বিষয়ে ডাইনিং ম্যানেজারদের নির্দেশনা দিয়েছি।”