কুষ্টিয়ায় খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

আজকের খবর কুষ্টিয়া সদর রাজনীতি সারাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় কুষ্টিয়া কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল করা হয়েছে।

বৃহস্পতিবার বাদ জোহর শহরের কেন্দ্রীয় জামে মসজিদে কুষ্টিয়া জেলা বিএনপির ত্যাগী ও পদবঞ্চিত নেতাকর্মীদের ব্যানারে উক্ত দোয়া মাহফিল করা হয়। দোয়া মাহফিল শেষে মুসল্লিদের মাঝে তবারক বিতরণ করেন।

দোয়া মাহফিল শেষে মসজিদের সামনে তবারক বিতরণের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মিরাজুল ইসলাম রিন্টুর সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এ্যাড. শামিম উল হাসান অপু।

অনুষ্ঠানে এ্যাড অপু বলেন, ৫ আগস্ট হাসিনা দেশ থেকে চলে যাওয়ার পর থেকে বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টা চলছে। বিএনপি এই সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। স্বল্প সময়ের মধ্যে এই সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে, অনতিবিলম্বে নির্বাচনের প্রস্তুতি ও তারিখ দিতে হবে। জনগণ একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের অপেক্ষায় আছে। দীর্ঘদিন দেশের জনগণ নিজের ভোট নিজে দিতে পারেনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক মেজবাউর রহমান পিন্টু, জেলা কৃষকদলের সাবেক সভাপতি গোলাম কবিরসহ বিএনপি, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও মুসুল্লিরা।

দোয়া মাহফিল শেষে মসজিদের বাইরে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন