ইবি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে টানা সপ্তমবার চ্যাম্পিয়ন ইসলামের ইতিহাস

আজকের খবর ইবি
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ফুটবল মাঠে বেলা ১১টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিপক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী জিয়ন সরকারের একমাত্র গোলে জয়লাভ করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ।
টুর্নামেন্টের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান প্রমুখ। এসময় উভয় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতিতে মাঠ প্রাঙ্গণ ছিল জমজমাট।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আজকের ফুটবল খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর এ খেলার উদ্বোধন করেছিলাম, আর আজ এর সফল সমাপ্তি দেখে আমি মুগ্ধ। খেলায় হার-জিত থাকলেও উভয় দলই আমার চোখে জয়ী। খেলাধুলা মন ও দেহকে সুস্থ রাখে। ভবিষ্যতে নিয়মিত ভলিবল, বাস্কেটবল, হ্যান্ডবল ও ক্রিকেট খেলাও আয়োজন করা হবে। সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানাই।”
শেয়ার করুন