কুষ্টিয়ায় রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন

আজকের খবর কুষ্টিয়া সদর
নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া পৌরসভার ২১নং ওয়ার্ডের মোল্লা তেঘরিয়া হাজীপাড়ায় প্রায় ৬২ লক্ষ টাকার রাস্তা ও ড্রেনের কাজের উদ্বোধন করা হয়। এ সড়ক ও ড্রেন নির্মাণের মাধ্যমে দীর্ঘদিনের কষ্ট লাঘব হবে পৌরসভার ২১নং ওয়ার্ডবাসীর।
মঙ্গলবার সকালে ৩৭০ মিটার রাস্তা ও ২৬০ মিটার ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপপরিচালক, স্থানীয় সরকার অ:দা) ও পৌর প্রশাসক জাহাঙ্গীর আলম।
কোভিড প্রজেক্টের কাজটি বাস্তবায়ন করবে মেসার্স আবু হানিফ এন্ড সন্স।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী (পানি) সাবিনা ইসলাম, নগর পরিকল্পনাবিদ রানভীর আহমেদ, সহকারী প্রকৌশলী (পূর্ত) এ কে সামসুজ্জামান, উপ সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সাপ্তাহিক পথিকৃৎ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শাহারিয়া ইমন রুবেল, মেসার্স আবু হানিফ এন্ড সন্স এর পক্ষ থেকে কে এম জাহিদ, সৈয়দ তুহিন প্রমুখ।
শেয়ার করুন