কুষ্টিয়া হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

আজকের খবর কুষ্টিয়া সদর

নিজস্ব প্রতিবেদকঃ কুষ্টিয়া ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুষ্টিয়া হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার কুষ্টিয়া হাইস্কুল মাঠে উক্ত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ক্রিড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া হাই স্কুলের সভাপতি অ্যাডঃ শামিম উল হাসান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, শিক্ষা ও আইসিটি) এবং উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা মোঃ মিজানুর রহমান।

এসময় মিজানুর রহমান বলেন, শিক্ষার মান উন্নয়নে আমরা বদ্ধপরিকর। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলারও গুরুত্ব তুলে ধরেন তিনি।

এ্যাড. অপু বলেন, শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা মানুষের মন এবং শরীর দুটোই সুস্থ রাখে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামীম আহমেদ খান।

অনুষ্ঠান পরিচালনা করেছেন কুষ্টিয়া হাইস্কুলের প্রধান শিক্ষিকা শাবানা ইয়াছমীন।

শেয়ার করুন