বুধবার বিকেলে পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন।


অনুষ্ঠানের উদ্বোধন করেন, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মো: লিয়াকত আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, কুষ্টিয়া মেডিকেল কলেজের সাবেক প্রফেসর ডা. মো: সাদ আহম্মেদ, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: সাইদুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মো: আব্দুর রাজ্জাক, পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ছাত্র এস আর শিপন বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পিয়ারপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও কুষ্টিয়া বাস মিনিবাস মালিক গ্রুপের সাবেক সভাপতি দৈনিক বজ্রপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক মো: শিহাব উদ্দিন। এসময় বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।সংবাদ বিজ্ঞপ্তি