ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ডিবেটিং সোসাইটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ফাতিমাতুজ-জোহরা ইরানী এবং সদস্য সচিব হিসেবে আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো. দিদারুল ইসলাম রাসেল নির্বাচিত হয়েছেন।
বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে ডিবেটিং সোসাইটির মডারেটর অধ্যাপক ড. মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তথ্য জানানো হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: ইয়ামিন মোস্তাহসিন, রায়হান বিশ্বাস, ফুয়াদ হাসান, আরোশী আখি, অনিন্দ্য সাহা, আশা মনি, জান্নাতুল ইসবা বিথী, আরিফা ইসলাম, সিফাত জাহান আইভি, নাহিদুর রহমান, তারেকুল ইসলাম তারেক, ইয়াসিন আলী, সোলাইমান তালুকদার ও সায়েম আহমেদ।
নবনির্বাচিত আহ্বায়ক ফাতিমাতুজ-জোহরা ইরানী বলেন, “ইবি ডিবেটিং সোসাইটির কার্যক্রম দীর্ঘদিন অচল অবস্থায় ছিল। এমন প্রেক্ষাপটে দায়িত্ব পাওয়া আমার জন্য বড় চ্যালেঞ্জ। সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনকে পুনরায় সচল ও আদর্শ বিতর্ক সংগঠনে রূপান্তর করতে চাই। সকল বিতার্কিকের সম্মিলিত প্রচেষ্টায় সোসাইটিকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।”
সদস্য সচিব দিদারুল ইসলাম রাসেল বলেন, “ইবি ডিবেটিং সোসাইটিকে সংস্কারের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে চাই। আমার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সবার সহযোগিতা কামনা করছি।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, আন্তঃহল ও আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা আয়োজন, বিতর্ক কর্মশালা পরিচালনা এবং নতুন বিতার্কিক তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।