ইবি জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

আজকের খবর ইবি

“সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরীর উদ্যোগে জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫ পালিত হয়েছে। প্রশাসনভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে দিবসের কর্মসূচীর শুরু হয়। র‌্যালীতে নেতৃত্ব দেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম এয়াকুব আলী ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। র‌্যালীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. শেখ এ বি এম জাকির হোসেন, ছাত্র-উপদেষ্টা প্রফেসর ড. মোঃ ওবায়দুল ইসলাম, রেজিস্ট্রার(ভারঃ) এইচ এম আলী হাসান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ, ল্যাবরোটরী স্কুল এন্ড কলেজের কোমলমতি শিক্ষার্থীসহ বিশবিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর গ্রন্থাগারিক(ভারঃ) মোছাঃ শাহনাজ বেগমসহ সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহন করেন। র‌্যালীটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন