ইবিতে বাস ভাঙচুর ও সংঘর্ষের পৃথক ২ ঘটনার তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি

আজকের খবর ইবি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গত ১ ও ২ ফেব্রুয়ারি মধ্যরাতে বাসে সিট ধরাকে কেন্দ্র করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যকার সংঘর্ষের ঘটনার তদন্তে এবং গত ২২ জানুয়ারি বাস আটক ও আহত শিক্ষার্থীদের তদন্তের তথ্য চেয়ে পৃথক দুইটি গণ-বিজ্ঞপ্তি দিয়েছে বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটি।
রবিবার (৯ ফেব্রুয়ারি) দুই বিভাগের মধ্যকার সংঘর্ষে গঠিত তদন্ত কমিটির আহ্বায়ক ও শেখ রাসেল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আবদুল কাদের স্বাক্ষরিত এবং বাস ভাঙচুর ও আহত শিক্ষার্থীকে নিয়ে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব পরিবহন অফিসের ডেপুটি রেজিস্ট্রার মো. হাফিজুর রহমান সাক্ষরিত পৃথক দুই গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দুই বিভাগের মধ্যকার সংঘর্ষের গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বাসের আসন নিয়ে বিরোধের জেরে গত ১ ও ২ ফেব্রুয়ারি আইন বিভাগ ও আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মধ্যরাতে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ঘটনার সাথে সংশ্লিষ্ট/আক্রান্ত/ প্রত্যক্ষদর্শী ব্যক্তি/ অভিযুক্তদের নিকট থেকে তথ্য সংগ্রহের নিমিত্তে বিজ্ঞপ্তি প্রকাশের অব্যবহিত পর থেকে তিন কার্যদিবসের মধ্যে (১২ ফেব্রুয়ারি) অফিস চলাকালীন সময়ে গঠিত তদন্ত কমিটির সদস্য সচিব এবং তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-রেজিস্টার সাহেদ হাসােনর নিকট লিখিত আকারে জমাদানের জন্য অনুরোধ করা হলো।
অন্যদিকে বাস ভাঙচুর ও আহত শিক্ষার্থীেদর নিয়ে গঠিত তদন্ত কমিটির গণ বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২২ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাধান ফটকে বাস আটকানো ও শিক্ষার্থী আহতসহ গাড়ি ভাঙচুরের ঘটনায় গঠিত তদন্ত কমিটির ৫ ফেব্রুয়ারি প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় এই ঘটনার প্রত্যক্ষদর্শীর বিবরণ ও তথ্য উপাত্ত (লিখিত ভাবে/অডিও-ভিডিও) জমা দিতে আহ্বান করা হয়। প্রত্যক্ষদর্শীদের উপাত্ত ও বিবরণ ৯ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত অফিস সময়ে তদন্ত কমিটির সদস্য সচিবের কার্যালয় পরিবহন অফিস ১৩৬ নং কক্ষ বরাবর জমা দেওয়ার অনুরোধ জানানো হয়।
শেয়ার করুন