ইবি সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন ‘সভাপতি হাসেম, সম্পাদক সৌরভ’

আজকের খবর ইবি
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, সংগঠনটির সাবেক সভাপতি পলাশ হোসেন ও সাধারণ সম্পাদক নাইমুর রহমান দুর্জয় স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পঞ্চম কর্মপর্ষদের এই কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসেম আলী সেখ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ কুমার দত্ত।
কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন— সহ-সভাপতি: সোহেলী তাবাসসুম জান্নাত, মো. রেহনুল ইসলাম চমক, যুগ্ম সাধারণ সম্পাদক: নুসরাত জাহান তুসমি, সাংগঠনিক সম্পাদক: সায়েম আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক: মো. মাহফুজ হোসেন, দপ্তর সম্পাদক: মূসা ইব্রাহিম, সহ-দপ্তর সম্পাদক: ধ্রুব আহমেদ রনি, অর্থ সম্পাদক: আব্দুল্লাহ আল সদর, সহ-অর্থ সম্পাদক: তানজিলা জাহান সুখী, গ্রন্থাগার সম্পাদক: মো. সাকিব আল হাসান, সহ-গ্রন্থাগার সম্পাদক: মাহাদি হাসান, পাঠচক্র সম্পাদক: মো. সোহানুর রহমান, প্রচার সম্পাদক: সানজিদ আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক: মেসেনাজ আফরিন মেঘ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন শিশির কবির, সোহানুর রহমান শাওন, যুক্তা যতি গোলদার, তাসনিম বিনতে হারুন, তাসকিয়া মুরসালিন।
এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি মো. হাসেম আলী সেখ বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় সাহিত্য সংসদ বুদ্ধিবৃত্তিক ও যুক্তিনিষ্ঠ জ্ঞানের চর্চার মাধ্যমে প্রগতিশীল চিন্তার বিকাশ ঘটায়। সাহিত্য সমাজের প্রতিচ্ছবি; সমাজের নানা অনুষঙ্গ সাহিত্যের মাধ্যমে প্রকাশিত হয়। সাহিত্য পাঠের মাধ্যমে আমরা মানবিক বোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠি। সমাজের মানুষকে অভ্যন্তরীণভাবে শৈল্পিক ও সুন্দর করে গড়ে তুলতে সাহিত্যচর্চার বিকল্প নেই। সাহিত্যের মাধ্যমে আমরা আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি।”
শেয়ার করুন