বাংলাদেশ সম্মিলিত পেশাজীবি পরিষদ, কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব এ্যাডভোকেট শামিম উল হাসান অপু কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পুর্ণাঙ্গরূপে চালু করার দাবি জানিয়েছেন। আওয়ামী সরকারের অনিয়ম-দুর্নীতি এবং বর্তমানে যারা সেইসব দুর্নীতি ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চালাচ্ছেন তাদের সকলকে আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। মঙ্গলবার দুপুর ১ টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ পরিদর্শক ও ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, কর্মকর্তা,কর্মচারী এবং শিক্ষার্থীদের একাংশের সাথে মতবিনিময় শেষে উপস্থিত সাংবাদিকদের একথা বলেন তিনি। এসময় কুষ্টিয়া জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ব উপস্থিত ছিলেন। তাঁরা সকলেই শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনকে সমর্থন জানান।
