ইবিতে মনোমুগ্ধকর বরাত সন্ধ্যা অনুষ্ঠিত

আজকের খবর ইবি
ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চিন্তাঙ্গন-এর উদ্যোগে ‘বরাত সন্ধ্যা—১৪৪৬’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জিয়া মোড় সংলগ্ন এলাকায় এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিল সামাজিক সংগঠন ইবি পরিধি। অনুষ্ঠানে কুরআন তিলাওয়াত, কাওয়ালি ও ইসলামিক গান পরিবেশিত হয়।
অনুষ্ঠানের দর্শনার্থী তানভীর রহমান বলেন, ‘আজকের বরাত সন্ধ্যাটা আমার কাছে নতুন ও অনন্য আয়োজন ইবিতে। সচরাচর এমন অনুষ্ঠানের দেখা মেলে না। ঝলমলে আলোর এই অনুষ্ঠানে যখন গায়করা সংগীত পরিবেশন করছিলেন, তখন আবেগপ্রবণ হয়ে শুনছিলাম। শুধু শবে বরাতই নয়, এমন জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান ইবিতে আরও বেশি বেশি চাই।’
ইবি চিন্তাঙ্গনের মডারেটর ইসমাইল রাহাত বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন চিন্তাঙ্গন ও পরিধি সুস্থধারার ইসলামিক সংস্কৃতির আয়োজন করে থাকে। প্রতি ইসলামি মাসেই এই আয়োজন করা হয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। আবহমান বাঙালি সংস্কৃতিকে ইসলামি ভাবধারার সঙ্গে সংযুক্ত করে সুস্থধারা অব্যাহত রাখাই আমাদের কাজ।’
শেয়ার করুন