ভালোবাসা দিবসে প্রেম বৈষম্যের বিরুদ্ধে ইবিতে বিক্ষোভ * ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল *

আজকের খবর ইবি
রানা আহম্মেদ অভি, ইবি
বিশ্ব ভালোবাসা দিবসে ব্যতিক্রমী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। “প্রেমই শান্তি, প্রেমে সুখ, পেতে মোরা পঞ্চমুখ”—এই স্লোগানকে সামনে রেখে প্রেমে বৈষম্যের বিরুদ্ধে এই আন্দোলন করে শিক্ষার্থীরা।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের জিয়ামোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে সংগঠনের সদস্যরা। মিছিলটি পশ্চিম পাড়া, হতাশার মোড় হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা “তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত”, “একশন টু একশন, ডাইরেক্ট একশন”, “কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না, তা হবে না”, “নষ্ট প্রেমের খেতাতে, আগুন জ্বালো একসাথে”, “আমার ভাই সিঙ্গেল কেন? প্রশাসন জবাব চাই”—সহ বিভিন্ন স্লোগান দেয়।
প্রেম বঞ্চিত সংঘের নবনিযুক্ত সাধারণ সম্পাদক আসিফ হাসান লিখন বলেন, “আমাদের প্রতিবাদ, বিক্ষোভ ভালোবাসার বিরুদ্ধে নয়। তবে প্রেমের নামে যে প্রহসন চলে, অশ্লীলতা চলে, কেউ একাধিক সম্পর্কে জড়ায়—আমরা তার বিরুদ্ধে। আমরা চাই প্রেম সুস্থ ধারায় ফিরুক, যেন কেউ বঞ্চিত না থাকে।”
তিনি আরও বলেন, “আমরা কেউ প্রেমের বৈষম্যের শিকার হতে চাই না। আমরা চাই, ভালোবাসা হোক পবিত্র, প্রতারণামুক্ত। আসুন, আমরা নষ্ট প্রেমকে না বলি এবং প্রকৃত প্রেমকে স্বাগত জানাই।”
শেয়ার করুন