ত্রিমোহনী বারখাদা অগ্রপথিক যুব সংঘের উদ্দ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত

আজকের খবর কুষ্টিয়া সদর
গতকাল শুক্রবার বাদ এশা ত্রিমোহনী বারখাদা এলাকায় অগ্রপথিক যুব সংঘের উদ্দ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আব্দুর সাত্তার মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, সাবেক এমপি  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তাফসির মাহফিলে প্রধান বক্তা হিসেবে ছিলেন, হাফেজ ক্বারী মাওলানা মুতাসিম বিল্লাহ (কুষ্টিয়া),বিশেষ অতিথি হিসেবে তাফসির পেস করেন,  হযরত মাওলানা শাহ্ সায়েম বিল্লাহ (নীলফামারী)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মো: আফাজ উদ্দিন, মো: বজলুর রহমান সরকার। তাফসীরুল কোরআন মাহফিলের পরিচালনা করেন, হাফেজ মাওলানা জাহাঙ্গীর কবির রতন। তাফসীরুল কোরআন মাহফিলে কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহবায়ক মোজাক্কির রাব্বি, ১৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো : হাসানুজ্জামান হাসান, ১৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ,
জেলা সেচ্ছাসেবক দলের সহ সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ১৩ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব আলামিন, ১৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শামীম হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।সম্পদ বিজ্ঞপ্তি
শেয়ার করুন