ইবি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আজকের খবর ইবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ স্কুল শিক্ষকদের বিজ্ঞান, ইংরেজি ও ধর্ম-নৈতিকতা শিক্ষায় উৎসাহ দিতে বলেছেন। তিনি বলেছেন, শিশু কিশোরদের এগিয়ে নিতে তাদেরকে যর্থার্থ পথ দেখাতে হবে।
আজ (রোববার, ১৭ ফেব্রয়ারি) বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আদব-কায়দা শিক্ষার উপর জোর দেন। এসম কোমলমতি এসব শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের ভার আচরণের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ভাল অভ্যাস ভাল আচরণ সৃষ্টি করে, আর ভাল আচরণ উৎকর্ষতা নিশ্চিত করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর. ড. এম এয়াকুব আলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াাউর রহমান হলের প্রভোস্ট ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. মো: জাকির হোসেনসহ ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, স্কুলের পরিচালনা পর্ষদের সভাপতি ও আইআইআর’র পরিচালক প্রফেসর ড. মো: ইকবাল হোসাইন। সংবাদ বিজ্ঞপ্তি

শেয়ার করুন