রানা আহম্মেদ অভি, ইবি প্রতিনিধি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদ মশাল মিছিল করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় ক্যাম্পাসের জিয়া মোড় সংলগ্ন এলাকা থেকে এই মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় ‘সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাই আহত কেন? প্রশাসন জবাব চাই’; ‘কুয়েটে হামলা কেন? প্রশাসন জবাব চাই’, ইত্যাদি স্লোগান দেয় ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
ছাত্র ইউনিয়ন ইবি সংসদের সহ-সভাপতি সাদিয়া মাহমুদ মিম বলেন, “কুয়েটের মতো একটি প্রতিষ্ঠানে যে সন্ত্রাসী হামলা হয়েছে, তা অত্যন্ত নেক্কারজনক। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। পাশাপাশি এর সাথে জড়িত সকলকে চিহ্নিত করে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’
ইবি ছাত্র ইউনিয়ন সংসদের সভাপতি মাহমুদুল হাসান বলেন, “বাংলাদেশের অস্ত্রধারী ছাত্র রাজনীতি এখন থেকেই শুরু নি; বরং তা আগেও ছিল। আমরা দেখেছি, অতীতে বিভিন্ন ছাত্র সংগঠনের হাতে সারা বাংলাদেশের ক্যাম্পাস গুলোতে অস্ত্রের ঝনঝনানি শুনেছি। ছাত্রলীগ বিগত ১৬ বছরে ছাত্র রাজনীতির নাম করে যে কলঙ্কিত করেছে, তার দায় ছাত্রলীগ কোনভাবেই এড়াতে পারে না। বাংলাদেশে দ্বিতীয় আর কোনো বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের নাম করে কোনো ক্যাম্পাস বন্ধ হোক, তা দেখতে চাই না। কুয়েটে যে হামলা হয়েছে তার সুষ্ঠ তদন্ত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।”