“এসো কুরআনের ছায়াতলে” স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের অন্তর্ভুক্ত আল কুরআন এন্ড ইসলামিক
স্টাডিজ বিভাগের দিনব্যাপী আন্দনঘন ও উৎসবমুখর পরিবেশে প্রথম অ্যালামনাই ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষ্যে শনিবার সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে একটা বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসিসি’র বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গিয়ে শেষ হয়। এরপর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে অ্যালামনাই ও পুনর্মিলনী উপলক্ষে আলোচনা সভায় বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আকিজ গ্রুপের চেয়ারম্যান দেশ বরেন্য বিশিষ্ট শিল্পপতি ডাঃ শেখ মহিউদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দিন মিঝি। এছাড়া বক্তব্য রাখেন আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. তাহির আহমেদ, প্রফেসর ড. এএইচএম ইয়াহিয়ার রহমান, প্রফেসর ড. এবিএম হিজবুল্লাহ, প্রফেসর ড. মোঃ লোকমান হোসেন, বিভাগের ১ম ব্যাচের ছাত্র অ্যালামনাই নাজমুল হক সাইদী, ডাঃ শফিকুর রহমান পাটওয়ারি ও বিশিষ্ট ইসলামি বক্তা মুফতি মোঃ আমির হামজা প্রমুখ। উল্লেখ্য যে, ১৯৯০ সালে বিভাগটির যাত্রা শুরু হয় এবং বর্তমানে বিভাগটিতে ৩৮তম ব্যাচ অধ্যায়নরত। আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে এরই মধ্যে ৩৩টি ব্যাচ বেরিয়ে গেছে। কর্মক্ষেত্রে বিভাগটির অ্যালামনাইরা সুনামের সাথে নিজ নিজ কর্মক্ষেত্রে প্রতিভার স্বাক্ষর রেখে চলেছে এতে করে দেশ ও দেশের বাইরে বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা দিন দিন বেড়েই চলেছে। সংবাদ বিজ্ঞপ্তি
