রাবি অধ্যাপক ড. শাহজাহানের মৃত্যুতে ইবির ইসলামের ইতিহাস বিভাগের শোক প্রকাশ

আজকের খবর ইবি কুষ্টিয়া সদর
ইবি প্রতিনিধি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রথিতযশা অধ্যাপক ড. এ.বি.এম. শাহজাহানের মৃত্যুতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ গভীর শোক প্রকাশ করেছে।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিভাগের সভাপতি প্রফেসর ড. আব্দুল গফুর গাজী, বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ছাত্র-ছাত্রীরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁরা জানান, অধ্যাপক শাহজাহান স্যারের দীর্ঘ একাডেমিক জীবন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর অবদান আজীবন স্মরণীয় থাকবে।
এছাড়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং তাঁর পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করেছে।
শেয়ার করুন